ভারতবর্ষে এক সম্প্রদায়ের মানুষ আছেন যাঁরা চাষবাস করে জীবিকা নির্বাহ করেন। তাদের চাষী বলা হয়ে থাকে। কিন্তু এর বাইরেও অন্য সম্প্রদায়ের মানুষজন ও নিজেদের জমি বা অপরের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে।
https://twitter.com/aamarsakal/status/1669250278753992705?t=Y-cKzkbsr5Evq_vv5WBqcg&s=08
এই কারণেই সম্ভবত সরকারের কাছে চাষীদের নিয়ে নির্দিষ্ট কোনো গাণিতিক সংখ্যা নেই। কিছু মানুষ এমনও আছেন যারা অন্য পেশার সঙ্গে যুক্ত থাকেন এবং চাষের সময় টুকু চাষবাস করে কিছু অর্থোপার্জন করেন। এরকম পরিসংখ্যান অনুযায়ী ভারতে ৩৭-১১৮ কোটি চাষি আছেন।
ভারতের ভূভাগের ৪৭ ভাগ চাষের যোগ্য জমি আছে। এর মধ্যে খাদ্যশস্য ১৫ শতাংশ, ডাল ১২ শতাংশ, শাকসবজি, ফল ১০ শতাংশের মতো জমিতে ফলানো হয়।
সবচেয়ে বেশি চাষ হয় চীনে। সারা পৃথিবীর সিংহভাগ চাষ চীনে হয়। সারা পৃথিবীর অর্ধেক খাদ্য এঁরাই উৎপাদন করেন। ৫০০ লক্ষ টন খাদ্য চীনে উৎপাদন হয়।
ভারতবর্ষে চাষের ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হন চাষীরা। জলসেচের সমস্যা, উন্নতমানের বীজের অভাব, জৈব, অজৈব সারের সমস্যা, মাটিতে ধস নামার কারণে প্রচুর চাষযোগ্য জমি নষ্ট হয় প্রতিবছর। খাদ্যশস্য ফলানোর পর তা বাজার পর্যন্ত পৌঁছানোর সুবিধার অভাব, চাষযোগ্য জমির উপর অনেক সময় অসাধু উপায়ে বিভিন্ন ভাবে দখল হয়ে যায়। সর্বোপরি চাষের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত মুলধন চাষিদের থাকে না।
#farmers #India