আগামী বৃহষ্পতিবার নাগাদ ভয়াবহ বিপর্যয় নেমে আসতে চলেছে গুজরাটের সমুদ্র উপকূলবর্তী জেলাসমূহে।
https://twitter.com/aamarsakal/status/1669253585996255233?t=BTdaZXwdlT1ZKvuEMHORRA&s=08
অনুমান করা হচ্ছে গুজরাটের জাকাউ, রান, কচ্ছ সহ উপকূলবর্তী সৌরাষ্ট্র জেলা এবং রাজস্থানে র প্রায় ৪৫,০০০ মানুষ কে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এএনআই সুত্রে খবর ১৩ টি রাজ্যের থেকে এসডিআরএফ বা ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং জাতীয় ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ এর সদস্য দের দায়িত্ব দেওয়া হয়েছে।
https://twitter.com/TOIAhmedabad/status/1668914481693605889?t=n8fFiozMiuUE5W6PGhGAwQ&s=08
টেলিভিশন সুত্রে খবর পাওয়া গেছে, ইতিমধ্যে মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলে। বৃহষ্পতিবার নাগাদ কচ্ছ উপকূল হয়ে বিপর্যয়ের পাকিস্তানের সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং মান্ডভির এবং গুজরাটের জাকাউ পোর্ট নিকটবর্তী করাচির মধ্যবর্তী অঞ্চলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এবং সমূহ অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।
বিপর্যয়ের কারণে আগামীকাল দ্বারকার দ্বারকাধীস মন্দির বন্ধ থাকবে। শুধুমাত্র গুজরাটের কচ্ছ থেকে ৩৪,০০০ মানুষ কে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৯ শহর সম্পূর্ণ বন্ধ থাকবে। বিএসএফ জওয়ানেরা বিপর্যয়ের মুখে পরা উপকূলবর্তী মানুষদের আশ্রয় দিচ্ছেন। দ্বারকা জেলার সালায়া তে জেলেদের বসতি থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
৬৯ টি ট্রেন ক্যানসেল করা হয়েছে। ৩৩ টি ট্রেনের গন্তব্য কমিয়ে দেওয়া হয়েছে।
বিপর্যয়ের কারণে পাকিস্তানের উপকূলবর্তী এবং সংশ্লিষ্ট ছোট ছোট দ্বীপ পুঞ্জের প্রায় ১০০০ মানুষেরা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
উরিষ্যার বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর সৃষ্টির মাধ্যমে বিপর্যয় নিয়ে বার্তা দিয়েছেন।
#Biparjoy #gujrat #kacchch #pakistan #karachi