জিও এবার আহা জিও। নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমের সঙ্গে প্রতিযোগিতায় নামছে জিও।

বিশ্বস্ত সুত্রে খবর, রিলায়েন্স জিও আহা নামে ওটিটি প্ল্যাটফর্মে একই শেডের নীচে আসতে চলেছে। "আহা" আল্লু অরভিন্দের মাই হোম গ্রুপের একটি তেলেগু ওটিটি প্ল্যাটফর্ম। এদের ভিউয়ার প্রচুর এবং  তেলেগু ওটিটি জগৎের সিংহভাগ সবস্ক্রিপসনের দখল নিয়েছে তারা।
এদিকে রিলায়েন্স  জিওর ওটিটি প্ল্যাটফর্ম  সিনেমা, আইপিএলের মাধ্যমে দর্শকের কাছে যথেষ্ট সমাদৃত। তারা এই ব্যবসা কে আরও বাড়িয়ে নেটফ্লিক্স, আমাজন প্রাইম কে চ্যালেঞ্জ দিতে চাইছে। 
সবকিছু ঠিক থাকলে জিও সিনেমা "আহা" র সঙ্গে সংযুক্ত হতে চলেছে। 
"আহা" এখন ১৫ টি জনপ্রিয় সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে  প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে সিনেমা গুলি।
নেটফ্লিক্স, হটস্টার,আমাজন প্রাইম ভিডিও , জি৫ ও আহা তে রমরম করে চলছে।
চলচ্চিত্র প্রেমী ও ওটিটি দর্শকদের কাছে এই নামজাদা ওটিটি  প্ল্যাটফর্ম  গুলি, যেমন নেটফ্লিক্স, হটস্টার,আমাজন প্রাইম ভিডিও , জি৫ ও আহা তে বিপুল জনপ্রিয়তা লাভ করছে। 
যে কারণে ঝড়ের গতিতে সাবস্ক্রিপশন বাড়ছে এবং  এই ব্যবসা বিপুল অর্থ লাভ করছে। আহা ২০২৩ এ অনেক নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। এখন দেখার জিও  কতোটা  আহা আহা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন