নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই ভারত ও বাংলায় চালানোর হুমকি দিল আইএসের একটি শাখা সংগঠন। সূত্রের খবর, ফের আরেক বার ভারত ও বাংলাদেশে হামলা করবে বলে সাফ জানিয়ে দিল আইএস। সম্প্রতি আই এস জানিয়েছে, বাংলাদেশে তাদের নতুন ‘আমির’-এর নাম মহম্মদ আল বাঙ্গালি।
সোমবারই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঢাকার গুলিস্তান সিনেমা হলের কাছে একটি ছোট বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় কেউ নিহত না হলেও কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন। এর পরই মঙ্গলবার ওই হুমকি দেয় আইএস।
মঙ্গলবার বাংলা, হিন্দি ও ইংরেজিতে একটি পোস্টার প্রকাশ করেছে ওই সংগঠন। সেখানে লেখা হয়েছে, “যদি ভেবে থাকো বেঙ্গল (বাংলাদেশ) ও হিন্দ (ভারত)-এ খিলাফতের সেনাদের চুপ করিয়ে দিয়েছ, আর এ বিষয়ে যদি তোমরা নিশ্চিত হয়ে থাকো, তবে জেনে রাখো আমাদের থামানো যাবে না। প্রতিশোধ নেওয়ার তৃষ্ণা আমাদের কখনওই কম হয় না।
‘বাংলা’ বলতে বাংলাদেশ না পশ্চিমবঙ্গ, আইএসের ইঙ্গিত কোনদিকে, তা বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রের খবর, ইসলামিক স্টেটের সহযোগী জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের বেশ কিছু সদস্য মাঝেমধ্যেই কলকাতায় আসে।
উল্লেখ্য, কদিন আগেই ‘শীঘ্রই আসছে ইনশাল্লাহ’ নামে আইএসের একটি পোস্টার ভাইরাল হয়। আইএসের মদতেপুষ্ট জঙ্গি সংগঠন আল মারসালাটের নামে দেওয়া হয়েছিল ওই বাংলা পোস্টারটি। পোস্টারটি সামনে এনেছে আইএস মদতপুষ্ট ‘টেলিগ্রাম’ নামের একটি মেসেজিং অ্যাপ। সেখানে বলা হয়, শ্রীঘ্রই আমরা আসছি, ইনশাল্লাহ। এবার নতুন এই হুমকিতে বলা হয়েছে বাংলায় হামলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আবু মহম্মদ আল বাঙালি নামে একজনকে।