নিজস্ব প্রতিনিধি : ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে ফের আগুন বড়বাজারের নন্দরাম মার্কেটে। জানা যাচ্ছে, নন্দরাম মার্কেটের ৯ তলায় আগুন লেগেছে। শনিবার দুপুরে ন’তলায় এক কাপড়ের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন।
দমকল জানিয়েছে, আগুনের অনেকটাই নিয়ন্ত্রণে। সম্পূর্ণ ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। এই কাজে দমকলের সঙ্গে হাত মিলিয়েছেন স্থানীয়রাও। তবে ঘটনার জেরে এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে।
১০ বছর আগে বড়বাজারের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুল লেগেছিল। ২০০৮-এর ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ৪ হাজার দোকান। আগুন নিয়ন্ত্রণে এনেছিল দমকলের ৪২টি ইঞ্জিন।