নিজস্ব সংদাতা : রাজপরিবারের প্রথা ভেঙ্গে রাজবধু মেগান হাসপাতালে না গিয়ে প্রিন্স হ্যারিকে নিয়ে হেকফিল্ডে পাঁচতারা হোটেলে উঠেছেন | প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল তার সন্তান জন্মদান তত্ত্বাবধানের জন্য যে চিকিত্সকদল আছেন তাঁদের মধ্য থেকে পুরুষ চিকিত্সকদের থাকতে বারণ করেছেন। ডেইলি মেইল সূত্রে জানা যায়, মেগানের সন্তান জন্মদানের তত্ত্বাবধানে যেসব ‘গাইনোক্লোজিস্ট’ রয়েছেন তাদের মধ্যে পুরুষ চিকিত্সকদের অনুমোদন দেননি মেগান। পুরুষ চিকিত্সকদের কোনো প্রয়োজন নেই বলে তিনি জানিয়ে দেন।সেদিক থেকে ফের রাজকীয় রীতি ভাঙলেন মেগান।
এদিকে তিন দিনের জন্যে হ্যারিকে হোটেল ভাড়া গুণতে হবে ৩৩ হাজার পাউন্ড। এরই মধ্যে মেগানের মা লসএঞ্জেলস থেকে উড়ে এসে তাদের সঙ্গে যোগ দিয়েছেন।৩৭ বছর বয়সী ব্রিটিশ রাজবধূ মেগান চান সন্তান জন্মদানের সময় ও পরে পরিচর্যার সময় শুধু নারী চিকিত্সকরাই তার পাশে থাকুক। এতদিন ব্রিটিশ রাজপরিবারে কারো সন্তান জন্মদানের সময় এধরনের চিকিত্সকদলের নেতৃত্ব দিতেন এ্যালান ফার্থিন ও গাই থরপি-বিসটন। তাদের বদলে এবার মেগানের জন্যে থাকছেন নাম না জানা একজন নারী চিকিত্সক। তবে এ বিষয়ে রাজপরিবারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।