নিজস্ব প্রতিনিধি— এমাসের ১৬-২০ তারিখের মধ্যে দ্বিতীয়বার তাঁদের দেশে আঘাত হানতে পারে ভারত। রবিবার নিজের শহর মুলতানে বসে এই আশঙ্কাই প্রকাশ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।তিনি বলেন, ‘বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ভারত নতুন করে হামলার পরিকল্পনা করছে,’ জানালেন কুরেশি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পর্ষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশকে তাঁদের আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। তবে কোন তথ্যের ভিত্তিতে তিনি এই কথা বলছেন সেব্যাপারে কিছুই খোলসা করেননি পাক বিদেশমন্ত্রী। এই তথ্য যাতে দেশবাসী জানতে পারে সেই নির্দেশ কুরেশিকে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিজেপিকে একহাত নিয়ে ইমরান অভিযোগ করেছেন, যুদ্ধের আবহ তৈরি করতে | চাইছে ভারতের শাসক দল।