আন্তর্জাতিক যোগদিবসে আমেরিকা যুক্তরাষ্ট্রে নেতৃত্ব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আজ নবম আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ প্রশিক্ষণ দিলেন। সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আধ্যাত্মিক নেতাদের বিরাট একটি অংশ যোগদিবসে অংশগ্রহণ করেন।
গিনেসরেকর্ডের বিচারক মিচেল এনরিক বলেন আজ সারা পৃথিবী তে যোগদিবস জাতীয়তাবাদের গিনেস রেকর্ড স্থাপন করলো। ১৪০ টি দেশ এই যোগদিবসে অংশগ্রহণ করলো। এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিলো।

আজ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৈশভোজে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ইউএন হেডকোয়ার্টারের লনে শিশুদের সঙ্গে আলাপচারিতা সারেন এবং তাদের যোগশিক্ষা দেন।
https://twitter.com/PTI_News/status/1671515963609563137?t=NZzROisN23-wsBKSPcWNYQ&s=08
এরপর তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। তারপর ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
 #internationalyogaday #primeministernarendramodi #america #wasingtandc

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন