আন্তর্জাতিক আইনজীবী হরিশ সালভের ফি বাবদ এক টাকা আর নেওয়া হল না সুষমা স্বরাজের হাত থেকে!

নিজস্ব প্রতিনিধি— কুলভূষণ যাদবের হয়ে আন্তর্জাতিক আদালতে সওয়াল করা আইনজীবী হরিশ সালভের প্রাপ্ত ফি এক টাকা আজ বুধবার ভোর ছটায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছ থেকে নেওয়ার কথা থাকলেও, সেটা আর তাঁর হাত থেকে নেওয়া হল না। মঙ্গলবার সন্ধ্যায় সুষমা স্বরাজের সঙ্গে হরিশ সালভের কথা হয়। সুষমা তাঁকে বুধবার সকালে আসতে বলেছিলেন। আর এই কথপোকথনের এক ঘন্টা পর ম্যাসিভ হার্টঅ্যাটাকে সুষমার মৃত্যু হয়। ফোনে কী কথা হয়েছিল, জানিয়েছেন আইনজীবী। তিনি জানিয়েছেন, সন্ধ্যা আটটা বেজে ৫০ মিনিট নাগাদ আমি তাঁকে ফোন করি। তিনি বললেন, আমার বাড়িতে আসুন, আপনার এক টাকা ফি মিটিয়ে দেব। আমি বললাম, নিশ্চয় যাব। ওই ফি আমার কাছে খুবই দামি। তিনি বললেন, বুধবার ভোর ছ’টায় আসুন।

গত মাসে আন্তর্জাতিক আদালত রায় কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কনস্যুলেটের কর্মীদের দেখা করার নির্দেশ দেয়। একই সঙ্গে তাঁর মৃত্যুদণ্ডের বিষয়টিও আরও একবার খতিয়ে দেখা উচিত। যতদিন না তাঁর দণ্ডাদেশ রিভিউ করা হচ্ছে, ততদিন তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখতে হবে। সুষমা স্বরাজ বলেছিলেন, এই রায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের বিরাট বিজয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন