রাজকন্যার চিতা ভস্ম থেকে তৈরি শিউলি ফুলের গাছ।


শিউলি ফুলের অনেক নাম। ঠিক সন্ধ্যা হবার আগে আগেই একটু একটু করে ফুটে ওঠে এই ফুল।তাই বোধ হয় এই ফুলের আরেক নাম নাইট ব্লুমিং জ্যাসমিন। 
শিউলি ফুল নিয়ে পৌরাণিক গল্প আছে। শোনা যায় পারজাতকা নামে এক জন রাজকন্যা সূর্য দেব কে মনেপ্রাণে ভালোবাসতেন। সূর্যদেবের হৃদয় জয় করতে তিনি কোনো কসুরই ছাড়েন নি। কিন্তু সূর্যদেব কিছুতেই রাজকন্যার প্রস্তাবে রাজি হন না। অভিমানে রাজকন্যা আত্মহত্যা করেন। এবং তাঁর চিতা ভস্ম থেকে একটি গাছ উৎপন্ন হয়। গাছের নাম দেওয়া হয় পারিজাত।
 প্রেমিকের সামনে দাঁড়িয়ে থাকতে অসমর্থ হয়েই সূর্যদেব পাটে নামার সঙ্গে সঙ্গে তিনি কুঁড়ি মেলতে শুরু করেন এবং প্রথম সূর্যের আলো ফোটার আগেই মাটিতে ঝড়ে পড়েন। যেন তাঁর ব্যর্থ  প্রেমাশ্রু প্রতিদিন সূর্যের রশ্মির সামনে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে ঝড়ে পরে।
শিউলি ফুলের বোঁটা থেকে সুন্দর ভেষজ রঙ বানানো যায়। এর পাতার ভেষজ গুণ অতুলনীয়। পাতা থেকে নানারকম অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। 
https://twitter.com/aamarsakal/status/1667769759910305799?t=CUKDoAaZPwYZC0cIS_WcdQ&s=08

এই ফুলের তেল থেকে অপূর্ব সুগন্ধি তৈরি হয়।
হিমালয়ের কোলে এবং জম্মু-কাশ্মীরে এই ফুল দেখতে পাওয়া যায়।এছাড়া নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এমন কি পাকিস্তানেও এই ফুলের গাছ মেলে। আসাম, ত্রিপুরা, গঙ্গা, গোদাবরীর উপকূলে, দাক্ষিণাত্যেও এই ফুল দেখা যায়। পশ্চিমবঙ্গে এই ফুল সবচেয়ে বেশি দেখা যায়। 
অল্প যত্নে এই গাছ সুন্দর ভাবে বেড়ে ওঠে। উজ্জ্বল সূর্যের রশ্মি যুক্ত জায়গায় এই ফুলগাছ খুব ভালো হয়। এই গাছে জল দেবার সবথেকে ভালো সময় হোলো ভোরবেলা আর সন্ধ্যা বেলা। গ্রীষ্মে একটু বেশি জল শীতকালে একটু কম জলে এই গাছ খুব ভালো থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন