'গুমনামী বাবা'য় যে নেতাজি তার কোন প্রমাণ নেই, ভুল তথ্যে প্রচারের অভিযোগে আইনি চিঠি সৃজিতকে

নিজস্ব প্রতিনিধি : ‘গুমনামী বাবা’ ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে আইনি নোটিস পাঠানো হল সৃজিতকে। আইনি চিঠিতে পরিচালকের কাছে ছবির শ্যুটিং বন্ধের আবেদন করেছেন দেবব্রত রায় নামে সুভাষচন্দ্র বসুর এক ভক্ত। নয়তো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়েছে দিয়েছে ওই দেবব্রত রায়।

১৫ অগস্ট ৭৩তম স্বাধীনতা দিবসের দিন রিলিজ হয়েছে ছবির টিজার। সেই টিজার দেখার পরই ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাছে আইনি চিঠি পাঠান দেবব্রত রায় নামে ওই ব্যক্তি। একটি প্রকাশিত প্রতিবেদন অনুসারে দেবব্রত রায়ের অভিযোগ, এই টিজারে যে ভাবে গুমনামি বাবাকে দেখানো হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, আরোপিত, হাস্যকর। দেবব্রতবাবুর অভিযোগ, এর ফলে নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।

এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেবব্রত মুখোপাধ্যায়ের পাঠানো ওই আইনি চিঠিতে লেখা আছে যে, ”সৃজিতকে পাঠানো আইনি নোটিসে লেখা হয়েছে এই সিনেমা দেশবাসীর মধ্যে নেতাজির সম্পর্কে ভুল বার্তা ছড়াবে। তাই অবিলম্বে শ্যুটিং বন্ধ করা হোক। আগেই নেতাজির মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্ব পাওয়া মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হয়েছিল গুমনামী বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও মিল নেই। গুমনামী বাবাই যে নেতাজী এর সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।”

তবে সৃজিতের ছবি ‘গুমনামি’ নিয়ে বিতর্ক এই প্রথম নয়। প্রসঙ্গত, এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী বাবা’ আপত্তি তুলেছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুও।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন