টাইটেল- টলিউড থেকে টেলিভিশন, আকষ্মিক সকলকে ফাঁকি দিয়ে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।

বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই তাঁর ফ্যানেদের কাছে খুব খারাপ খবর বয়ে নিয়ে এলো। আকষ্মিক প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মাঝে বেশ কিছু বছর শারীরিক অসুস্থতা ও পেশাদারি জগতের মনোমালিন্যের কারণে অভিনয়ে ছেদ টেনেছিলেন তিনি। কিন্তু পুনরায় ফিরে এসেছিলেন অভিনয়ের অঙ্গনে। পথভোলা ছবি দিয়ে অভিনয় জগৎে প্রবেশ ঘটে তাঁর। তারপর একে একে দহন,বাড়িওয়ালি, আলো ছবিতে তিনি তাঁর অভিনয়ে পারদর্শীতার ছাপ রেখেছিলেন। খড়কুটো ও মোহনা ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছিলেন তিনি। যদিও কিছুদিন আগে শ্বাসকষ্টে ভুগছিলেন তা সত্ত্বেও শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।
বুধবারও সিরিয়ালে শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। ক্রমাগত বমির কারণে বেশ অসুস্থ বোধ করায় উপস্থিত সকলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন কিন্তু অভিনেতা হাসপাতালে যেতে রাজি হননি। বাড়িতে যেতে চাওয়ায় আনোয়ার শাহ রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই স্যালাইন দিয়ে চিকিৎসা শুরু হয় তাঁর। তারপরই গভীর রাত ১টা নাগাদ সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছু সুত্রে ফুড পয়জনিং মৃত্যুর কারণ হিসেবে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত তাঁর স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান সাইনা বর্তমান। তাঁর বাড়িতেই মরদেহ রাখা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন