টাইটেল-রাতারাতি অগ্নিগর্ভ রামপুরহাটের বগতুই গ্রাম।অগ্নিসংযোগে মৃত্যু হলো অন্তত ১০ জনের।

রাজনৈতিক অশান্তি তে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বীরভূম জেলার রামপুরহাটের বগতুই গ্রাম। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রামপুরহাট ১ নম্বর ব্লকের বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ কে বোমা মেরে খুন করে দুস্কৃতী রা।পাল্টা জবাবে গভীর রাতে তিন চারটে বাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। আনুমানিক ১০ জন ঘটনাস্থলে পুড়ে মারা যায়। এরমধ্যে একই পরিবারের ৭ জন অত্যন্ত মর্মান্তিক মৃত্যু বরণ করে! শুরু হয় জল্পনা কল্পনা। রাজনৈতিক চাপানউতোরে একদল অন্য দলের উপর দোষারোপের পালা চলতে থাকে। গোটা গ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়ে উঠে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছলে পরিস্থিতি কিছু টা নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনী মৃত্যু নিশ্চিত করার পরে পুলিশ প্রাথমিক তদন্তে ১১ জন কে গ্রেফতার করেছে। পরিস্থিতি উত্তপ্ত থাকায় আগে থেকেই ওই অঞ্চলে পুলিশ মোতায়েন ছিল, তা সত্ত্বেও কি করে এমন দুঃখজনক ঘটনা ঘটলো প্রশ্ন উঠেছে সেটা নিয়েও, ফলত ক্লোজ করা হয়েছে স্থানীয় থানার ওসি কে। অপসারিত হয়েছেন থানার এসডিপিও।তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) ঘটনার তদন্তভার পেয়েছেন। রাজ্য বিজেপ এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবী করেছে।ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং ও রাজু বিস্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন