ঋতুকালীন ৩ দিনের ছুটির জন্য দাবি উঠেছে উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠনে।

উত্তরপ্রদেশে মহিলা শিক্ষক সংগঠন একটি অতিপ্রয়োজনীয় দাবি নিয়ে সরব হয়েছেন সম্প্রতি। বিশেষতঃ মহিলা শিক্ষিকা রা সংগঠিত হয়ে এই দাবি নিয়ে সোচ্চার হয়েছেন। এতোদিন মেয়েদের ৩ দিনের এই অসুবিধা নিয়ে কেউ মাথাই ঘামান নি কারণ শিক্ষক সংগঠনের অধিকাংশই পুরুষ, মহিলাদের এই কষ্টের কথা তারা কানে তোলারই প্রয়োজন মনে করেন না। এই পরিস্থিতি চলছে বছরের পর বছর।সেকারণেই মাসছয়েক আগে ৭৫ টি জেলার ৫০ জন সদস্য নিয়ে একটি শিক্ষক সংগঠন গড়ে তোলা হয়েছে যেখানে মহিলারা তাঁদের এই অস্বস্তির কথা তুলে ধরতে পারবেন। সংগঠনের সভাপতি সুলোচনা মৌর্য জানালেন উত্তরপ্রদেশের স্কুলগুলির ৬০-৭০ ভাগ মহিলা শিক্ষক। বেশিরভাগ স্কুলেই একটি মাত্র টয়লেট ২০০ থেকে ৩০০ জন ব্যবহার করেন। সেগুলি মানুষের ব্যবহারের উপযোগী নয় কারণ অসম্ভব অপরিচ্ছন্ন থাকে টয়লেট গুলি। নিয়মিত পরিস্কারের ব্যবস্থা নেওয়া হয় না। ঋতু চলাকালীন অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার খুবই অস্বাস্থ্যকর। উপরন্তু শিক্ষিকা দের অধিকাংশই ৩০-৪০ কিমি দূর থেকে আসেন। তাঁরা বারবার অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের ভয়ে কম জল খেয়ে থাকেন। ফলে প্রস্রাবের কষ্টকর সংক্রমনে আক্রান্ত হন তাঁরা। কোথাও কোথাও শিক্ষিকা দের মাঠেই প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হয়। একেতো প্রত্যন্ত গ্রামের স্কুলে যেতে শিক্ষিকা দের ৩০-৪০ কিমি অতিক্রম করতে হয়। পিরিয়ড হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তাঁদের কাছে। প্রসঙ্গত সুলোচনা মৌর্য নিজে বড়াবাঙ্কি জেলার একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি জানান শিক্ষক সংগঠন গুলি পুরুষ শাষিত হওয়ায় মহিলাদের সমস্যার কথা কানে তোলার প্রয়োজন মনে করেন না। সেখানে কাগজে কলমে ২০১৭-২০১৮ DISE তথ্য অনুযায়ী রাজ্যের ৯৫.৯ শতাংশ স্কুলে না-কি মেয়েদের সুবিধার কথা ভেবে আলাদা টয়লেটের ব্যবস্থা আছে ! যা নাকি দেশের অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি উন্নতমাত্রা র কথা তুলে ধরে। স্বচ্ছভারত মিশনের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ৯৯.২৯ শতাংশ স্কুলে পরিচ্ছন্ন টয়লেট উপলব্ধ!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন