পেগাসাস থেকে সাবধান । সিঁদ কেটে ঢুকে যেতে পারে বেডরুম থেকে বাথরুমে !


পেগাসাস  কি - আগে কিউ স্যুট এবং ট্রিডেন্ট নামে পরিচিত ছিল। এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে পেগাসাস এনএসও (ইজরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা) র তৈরি সফটওয়্যার । তেল আভিভের ইজরায়েলি সাইবার নিরাপত্তা ও ইনটেলিজেন্স ফার্ম এনএসও গ্রুপ পরিচালনা করে এই সফটওয়্যার । পেগাসাস স্পাইওয়্যার ভারতের তথা বিশ্বের বেশ কিছু ব্যক্তিগত নম্বরে উঁকি দিয়ে তাদের ব্যক্তিগত ও কর্মজীবন রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। ব্যপার টা নজরে আসে যখন এলগার মামলায় অভিযুক্তদের ছুটির মুহুর্তের কথাবার্তা, ছবি, ভিডিও সব এনআইএর জিজ্ঞাসাবাদে উঠে আসে এবং তাদের গ্রেফতার করা হয়।

কিভাবে কাজ করে পেগাসাস - প্রথমেই একটি ফেক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয় । তারপর তারা অনুসন্ধানী ফোন নম্বরে ভিডিও কল করে।  সেই কল যদি না-ও  রিসিভ করা হয় অটোম্যাটিক্যালি শুধুমাত্র রিং হওয়ার সময়ের মধ্যেই ম্যালিসাস কোড ঢুকে যায় ও সেটি আরামসে ইনস্টল হয়ে যায়।

সন্দেহ সত্যি হলো , অন্তত ২০১৬ সাল থেকে অন্য নামে কাজ করছে পেগাসাস। বাজারে চলতি সফটওয়্যার থেকে সুক্ষতার বিচারে পেগাসাস অনেকটাই এগিয়ে কারণ অ্যাপল ও আইওএস এবং অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম কেও ফুুঁড়ে ফেলতে পারে এই অভিজাত সফটওয়্যার । বিভিন্ন রাষ্ট্রে্র এজেন্সি বিভিন্ন নামে লাইসেন্স নিয়ে এই সফটওয়্যার কিনতো।  ২০১৯ সালের পরে এই সফটওয়্যারের ডেভলপার লাইসেন্স ক্রয়ের ব্যপারে নিয়ন্ত্রণ টেনে দিয়েছিল।

এনএসও গ্রুপের ওয়েবসাইট "helps government agencies" শিরোনামে একটি প্রযুক্তি এনেছিল ইন্টারনেটে যেটা অপরাধ বা সন্ত্রাসমূলক কর্মকান্ড ঠেকাতে বিশ্বের হাজার হাজার প্রান বাঁচানোর জন্য তৈরি হয়েছিল। এই কোম্পানির হোমপেজে উল্লেখ করা হয়েছিল অপরাধমূলক ষড়যন্ত্র ও সন্ত্রাস ঠেকাতে এবং ঘটনার তদন্তের স্বার্থে এই সংস্থা গুলি কাজ করে।  মানবাধিকার রক্ষা নীতি তে বলা হয়েছিল চুক্তির ভিত্তি তে সংগঠিত অপরাধ,  জঙ্গিহানা, যেখানে হাজার হাজার প্রান বলি যেতে পারে সেগুলি ঠেকাতে এবং ঘটিত ঘটনার তদন্তের স্বার্থে এই সংস্থা গুলি কে ব্যবহার করা যেতে পারে। এটাও উল্লেখ ছিল যে কোনো ভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয় ও সবকিছুর মধ্যে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ পালন করতে হবে।

যাই হোক পরবর্তী কালে ২০১৯ এর শেষের দিকে পেগাসাস নিজের নীতি ভাঙার কারণে ও  আইনবহির্ভূত বহু নজরদাড়ির অভিযোগে অভিযুক্ত হয়। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ২০১৯ এরই মে মাসে ২০ টি দেশের ১৪০০ জন ব্যবহারকারী, যাদের মধ্যে সাংবাদিক, মানবাধিকার কর্মীরাও আছেন তাদের উপর পেগাসাস গোপন নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ আনে। বিভিন্ন রাজনীতিক, রাষ্ট্রনেতা, এমনকি সমাজকর্মী ও সাংবাদিক দের ফোনে আড়িপাতার জন্য হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে ও ভিডিও কলিংয়ে ম্যালওয়্যার ফাংশনের মাধ্যমে পুরো সিস্টেম কেই করায়ত্ত করে ফেলতো। যদিও এনএসও গ্রুপ এই সমস্ত অভিযোগ খুব স্বাভাবিক ভাবেই অস্বীকার করেছে। তাদের দাবি তাঁরা শুধুমাত্র তাদের সুনির্দিষ্ট কাজ টুকুই সম্পন্ন করেছে।

২৪ ঘণ্টা আপনার ফোনের যাবতীয় খুটিনাটি  , যেমন কার সঙ্গে কথা বলছেন , কি বলছেন , কোথায় যাচ্ছেন , মেসেজের যাওয়া আসা , ফোনের মাইক্রোফোন , ক্যামেরা , সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারে স্পাইওয়্যার । ব্যক্তিজীবনে উঁকি দিয়ে তাঁর প্রতি নিয়ন্ত্রন কায়েম করা অপরাধের সামিল।দুঃখের বিষয় এ বিষয়ে তথ্য সুরক্ষা আইন না থাকায় এই অপরাধের বিরুদ্ধে আইনি লড়াই লড়াও মহাসমস্যা।

দেশের সরকারের সাফাই - স্পাই ওয়্যার  জীবনের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর । নির্দিষ্ট কারুর ওপর নজরদারির অভিযোগ স্পাই ওয়্যার  জীবনের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর । নির্দিষ্ট কারুর ওপর নজরদারির অভিযোগ ভিত্তিহীন । কারুর ফোনেস্পাই ওয়্যার  আড়ি পাততে হলে সরকারি অনুমতি লাগে । প্রয়োজন ছাড়া আড়ি পাতা হয় না। ভিত্তিহীন । কারুর ফোনেস্পাই ওয়্যার  আড়ি পাততে হলে সরকারি অনুমতি লাগে । প্রয়োজন ছাড়া আড়ি পাতা হয় না।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকার ভারতের ৩০০ ফোন নম্বরে আড়ি পাতার চেষ্টা চালিয়েছিল বলে পেগাসাস প্রোজেক্ট নামে একটি তদন্ত রিপোর্ট দাবি করেছে। ২০২০ বিধানসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব এবং প্রশান্ত কিশোরের প্রতিনিধি দের বেশ কিছু নাম্বার ও সেই তালিকায় আছে। এছারাও নরেন্দ্র মন্ত্রী সভার দুই মন্ত্রী, বিরোধী দলের দুই নেতা ও রাহুল গান্ধীর উপরেও চলেছিল নজরদারি। এছারাও সাংবিধানিক পদে একজনের নাম উঠে আসছে। প্রায় ১০০ র বেশি সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, অনেক সমাজকর্মী, আইনজীবী ও আছেন এই তালিকায়। ভারত সহ ১৬ টি দেশের মিডিয়া এই তদন্ত চালিয়েছে। পেগাসাস দূর্নীতি তে আরও কিছু নতুন ফোন নম্বর ফাঁস হয়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা দ্য ওয়্যার দাবি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন