ভারতে প্রথম কোভিড পজিটিভ হয়েছিলেন কেরালার ত্রিসুরের ২০ বছর বয়সী একজন ডাক্তারের ছাত্রী। ২০২০ সালের ২৭ জানুয়ারিতে প্রথম একজন ভারতীয় কোভিড পজিটিভ হয়েছিল। ত্রিসুর হাসপাতালের এমারজেন্সি বিভাগে একদিনের শুকনো কাশি এবং গলাব্যথার সমস্যা নিয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তার জ্বর, শ্বাসকষ্ট, ব্যথা যন্ত্রনা জাতীয় কোনো সমস্যাই ছিল না।
জানুয়ারি ২০২০ তে চীনের উহানে তখন করোনার ভয়াবহ রূপ। মেয়েটি তাই সেখান থেকে তার নিজের বাড়িতে ফিরে এসেছিল। এবং ২৩ থেকে ২৬ জানুয়ারি সে দিব্যি সুস্থ ছিল। ডাক্তারদের মেয়েটি জানায় যে চীনের যে বাজার থেকে করোনার আবির্ভাব বলে মনে করা হয়, সেখান থেকে কোনো খাদ্যদ্রব্য কিনেও আনেনি। কিন্তু উহান থেকে ট্রেনে করে কুনমিং শহরে ফেরার সময় স্টেশনে ও ট্রেনের মধ্যে কিছু মানুষের শ্বাসকষ্ট হতে দেখেছিল।
সেকারণেই কেরালায় চিকিৎসক তার শরীরের উপর নজর রাখার কথা বলেছিলেন।
চিকিৎসক মেয়েটির শারীরিক পরীক্ষা করে জানায় তার পাল্স রেট মিনিটে ৮২। ব্লাড প্রেসার ১৩০/৮০। শরীরের তাপমাত্রা স্বাভাবিক ৯৮•৫° ফারেনহাইট। অক্সিজেন স্যাচুরেশন ৯৬% । শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক।
উহান ফেরত হওয়ার কারণে তাকে আইশোলেসনে থাকার পরামর্শ দেওয়া হলো এবং পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি তে সোয়াব টেস্ট করতে পাঠানো হলো।
ব্লাড টেস্ট করা হলো এবং একদিন অন্তর পিসিআর টেস্ট চলতে থাকলো। মল-মুত্র পরীক্ষা করা হলো। ৩০ জানুয়ারি জানা গেল মেয়েটি কোভিড পজিটিভ। ৩১ সে জানুয়ারি তাকে ত্রিসুর মেডিকেল হাসপাতালের করোনা বিভাগে ভর্তি করে নেওয়া হলো। তিনদিনের মাথায় তার শারীরিক পরীক্ষা উন্নতি দেখাতে লাগলো। ২০ ফেব্রুয়ারী ১৯ দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো তাকে। ৩ ফেব্রুয়ারী কোভিড নেগেটিভ রিপোর্ট এলো মেয়েটির।