গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হওয়ার পূর্বেই, এপ্রিল মাসের শুরু থেকেই লাদাখে চিন সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এপ্রিল মাসে জানা যায়, প্যাংগং লেকের ফিঙ্গারস এলাকায় ঢুকে পড়েছে চিনা বাহিনী। এছাড়া গালওয়ান উপত্যকার হট স্প্রিং অঞ্চল ও উত্তরে দেপসাং সমতলেও চিনাদের
#doctorsday2020#Internationaldoctor’sday🏥
জাতীয় ডাক্তার দিবসে , আধুনিক বাংলার রূপকার , ভারতরত্ন ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান এবং বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মাননীয় পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী💫 pic.twitter.com/cw5DZIz5rP
— aamarsakal.com (@aamarsakal) July 1, 2020
গতিবিধি লক্ষ করা গিয়েছে। অর্থাৎ আগে থেকেই চিন সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল। ৫ মে প্যাংগং লেক অঞ্চলে ভারত ও চিনের বাহিনীর একদফা সংঘর্ষ হয়। সম্প্রতি চিন ফিঙ্গারস অঞ্চলটি তাদের বলে দাবি করেছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ভারতের জমিতে চিনের ম্যাপ আঁকা হয়েছে। সেইসঙ্গে মান্দারিন ভাষায় কিছু লিখে রাখা হয়েছে। এনিয়ে সীমান্তে উত্তেজনা কমানোর জন্য তারপর থেকে দুই দেশের সেনাকর্তারা তিনবার বৈঠকে বসেন। যদিও সীমান্ত সমস্যার সন্তোষজনক কোনও সমাধান পাওয়া যায়নি।