আবার অভব্যতায় অভিযুক্ত যোগীরাজ্যের পুলিশ। এবারের ঘটনা দেওরিয়ার ভাতনি পুলিশ স্টেশনের। জানা গিয়েছে, থানায় অভিযোগ জানাতে আসা এক মহিলার সামনেই হস্তমৈথুন করেন এক পুলিশ আধিকারিক।
গোপন ক্যামেরায় ওই ঘটনার ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই মহিলা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। যোগীর রাজ্যের পুলিশের ওই কীর্তিতে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। চাপে পড়ে ওই অফিসারকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দায়ের হয়েছে এফআইআর-ও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়ে প্রায়ই দেওরিয়ার ভাতনি পুলিশ স্টেশনে যেতে হত ওই মহিলাকে। অভিযোগ, কারণে-অকারণে ওই মহিলাকে নিজের ঘরে ডেকে পাঠাতেন থানার স্টেশন হাউস অফিসার ভীষ্মপাল সিংহ। তিনি ওই মহিলাকে অশালীন ইঙ্গিত করতেন এবং স্পর্শও করতেন বলে অভিযোগকারিণী জানিয়েছেন। অভিযোগকারীনির বক্তব্য, ‘‘প্রথম দিকে ওই পুলিশ অফিসারের অশালীন ব্যবহার অমি এড়িয়ে যেতাম। কিন্তু পরে তা মাত্রা ছাড়ায়।’’
ওই মহিলার আরও অভিযোগ, ওই আধিকারিক বার বার এমন ঘটনা ঘটাচ্ছিলেন। শেষ পর্যন্ত ও মহিলা গোপন ক্যামেরায় ভীষ্মপালের কাণ্ডকারখানা রেকর্ড করে নেন। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। অভিযোগকারিণীর দাবি, তাঁর অপর এক আত্মীয়াও ওই পুলিশ অফিসারের অশালীন ব্যবহারের শিকার হয়েছিলেন।
#CoronaUpdatesInIndia#covid-19#coronadeadbodies#throughing#pathetic#karnatakaballery😥😓 pic.twitter.com/mQKmCSziud
— aamarsakal.com (@aamarsakal) July 1, 2020
ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। চাপে পড়ে ওই অফিসারকে সাসপেন্ড করা হয়। দেওরিয়ার পুলিশ সুপার জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তবে এর আগেও একবার সাসপেন্ড হয়েছিলেন ওই গুণধর পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিলমপুর কোতয়ালিতে বদলির দু’দিনের মাথায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।