১৫ জুন লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। তাতে চিনা সৈনিকদের অনেকে হতাহত হয়েছে। কিন্তু শি জিনপিং-এর সরকার যথাসাধ্য চেষ্টা করছে যাতে সেকথা গোপন রাখা যায়। সিটিজেন পাওয়ার ইনিশিয়েটিভ ফর চায়না নামে এক সংস্থার প্রতিষ্ঠাতা জিলানি ইয়াং এমনই লিখেছেন ‘ওয়াশিংটন পোস্ট’ সংবাদপত্রে। তাঁর দাবি, চিনের বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একাংশ মোটেই সরকারের ওপরে সন্তুষ্ট নন। তাঁরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ খুঁজছেন।চিনের কমিউনিস্ট পার্টির একদলীয় সরকারের বিরোধী জিলানি ইয়াং-এর মতে, সাধারণ মানুষ যদি জানতে পারে, গালওয়ানে ভারতীয় সেনার চেয়ে বেশি সংখ্যক চিনা সৈনিকের মৃত্যু হয়েছে, তাহলে দেশ জুড়ে অসন্তোষ দেখা দেবে। তাতে কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার বিপদে পড়তে পারে।ওয়াশিংটন পোস্ট কাগজে তিনি লিখেছেন, কমিউনিস্ট পার্টির শক্তির উৎস হল গণমুক্তি বাহিনী। কিন্তু সেই বাহিনীর কয়েক হাজার সৈনিক প্রধানমন্ত্রী শি জিনপিং-এর প্রতি সন্তুষ্ট নন। অবসরপ্রাপ্ত সৈনিকদের অনেকেও প্রশাসনের প্রতি অসন্তুষ্ট। তাঁরা যদি জানতে পারেন, গালওয়ান উপত্যকায় চিনের অনেকে হতাহত হয়েছে, তাহলে বিদ্রোহের সূচনা হতে পারে। জিলানি ইয়াং লিখেছেন, “চিনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের উপেক্ষা করতে পারেন না। কারণ তাঁরা জানেন, প্রাক্তন সেনা অফিসাররা সশস্ত্র বিদ্রোহ শুরু করার ক্ষমতা রাখেন। তাঁদের দমন করার জন্য অনেক চেষ্টা হয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি।”