এবার টিকটক সহ চিনা অ্যাপ আমেরিকায় নিষিদ্ধ হতে চলেছে !

ভারতের পর এবার আমেরিকায় চিনা অ্যাপ গুলি নিষিদ্ধ হতে চলেছে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও সোমবার একথা জানিয়েছেন। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা অবশ্যই চিনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নিষিদ্ধ করার কথা ভাবছি।” বিশেষজ্ঞ মহলের ধারণা, যদি এই সিদ্ধান্ত কার্যকরী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে ব্যপক ও বৃহত্তর পরিবর্তন ঘটতে চলছে। কেননা কিছু দিন আগেই ৫৯টি চিনা মোবাইল অ্যাপলিকেশন ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। গালওয়ানে চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরেই কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।ভারতে টিকটক

ব্যবহারকারীর সংখ্যা ছিল দু’কোটি। সেখানে ভারতে যদি ৫৯ টি অ্যাপের ব্যবসায় লালবাতি জ্বলে যায় তাহলে চিনের অর্থনীতিতেও এর গভীর প্রভাব পড়বে বলে মত তাঁদের। এভাবে চিনা অ্যাপ বাতিল হয়ে যাওয়ায় ডিজিটাল দুনিয়ায় চিনের আগ্রাসন বাঁধার সম্মুখীন হবে, একথা বলাইবাহুল্য। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিতে চলেছে, তাতে চিনের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন