হরিয়ানায় নিহত কনস্টেবলের হাতে লেখা নম্বরই ধরিয়ে দিল দুষ্কৃতীদের।

মৃত্যুর আগেও উপস্থিত বুদ্ধির জোরে হলে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া দুই পুলিশ আধিকারিকের খুনের কিনারা হল। সপ্তাহখানেক আগে হরিয়ানার সোনিপতে খুন হয়েছিলেন দুই পুলিশকর্মী। ঘটনার দিনই পুলিশের গুলিতে নিহত হয়েছিল এক দুষ্কৃতী। এই ঘটনায় নিহত পুলিশের কষ্ট পেলে ময়নাতদন্তের সময় দেখা যায় হাতে কিছু অক্ষর ও সংখ্যা লেখা রয়েছে বোঝা যায় এটি একটি গাড়ির নম্বর সেই সূত্র ধরেই এই খুনের কিনারা করল হরিয়ানা পুলিশসোমবার ধরা পড়ল আরও ৫ জন। গ্রেফতারির পরে অপরাধ কবুলও করেছে তারা। আর এই সবটাই সম্ভব হয়েছে নিহত কনস্টেবলের বুদ্ধির জোরে।করোনাভাইরাসের সংক্রমণ রুখতে হরিয়ানার বিভিন্ন এলাকায় কার্ফু জারি হয়েছে অনেক দিন ধরেই। সেই মোতাবেকই ডিউটি করছিলেন স্পেশ্যাল পুলিশ অফিসার কাপ্তান সিংহ এবং কনস্টেবল রবীন্দ্র সিংহ। ৩০ জুন, গত মঙ্গলবার সোনিপত-জিন্দ রোডের উপরে গাড়ি দাঁড় করিয়ে মদ্যপান করা ৬ ব্যক্তিকে বাধা দিয়েছিলেন তাঁরা। তখনই ওই ৬ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর আক্রমণ করে। এলোপাথাড়ি কোপে নিহত হন দু’জনেই। গুলিও চালান তাঁরা, গুলি লাগে এক দুষ্কৃতীর গায়ে। মারা যায় সে। গাড়ি করে চম্পট দেয় বাকি ৫ খুনি। নিহত কনস্টেবলের হাতে লেখা নম্বরের সুত্র ধরে অবশেষে খুনের কিনারা কটল পুলিশ। হরিয়ানার পুলিশ প্রধান মনোজ যাদবও রবীন্দ্র সিংহর প্রশংসা করে বলেছেন, ‘‘এটাই পুলিশি দক্ষতা। মৃত্যুর আগেও তার পরিচয় দিয়েছেন কনস্টেবল রবীন্দ্র যাদব।” নিহত কনস্টেবল রবীন্দ্র সিংহকে মরণোত্তর পুরস্কার দেওয়া হতে পারে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন