ঝাড়খণ্ডে মাওবাদী হামলা, পুলিশের ১২টি কোয়ার্টারে আইআইডি বিস্ফোরণ।

করোনা আবহের মধ্যে মাওবাদীদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তার সাক্ষী থাকল রবিবার ঝাড়খণ্ডের সিংভূম জেলার বেরকালা এলাকা। রবিবার ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় পুলিশের ১২টি ভবন ওড়াল মাওবাদীরা। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ইন্দ্রজিৎ মাহাতোর বয়ান অনুযায়ী, বেরকালা এলাকার এই পুলিশ কোয়ার্টারে একদল মাওবাদী ঢুকে পড়ে শনিবার দুপুরে। অস্ত্র দেখিয়ে ওই ভবনগুলিতে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের এলাকা খালি করতে বলা হয়। এরপরই আইআইডি বিস্ফোরণে ১২ টি কোয়ার্টার উড়িয়ে দেয় মাওবাদীরা। যদিও একজনও মাওবাদী গ্রেফতার করতে পারেননি পুলিশ। বেরকালার বন জুড়ে মাওবাদীদের খোঁজে চিরুনী তল্লাশি চলছে। এবিষয়ে পুলিশ সুপারের জানিয়েছেন, “আমাদের প্রাথমিক তদন্ত বলছে বেশ আটঘাঁট বেঁধেই এসেছিল এই মাওবাদীরা। রাস্তায় গাছ কেটে আমাদের যাতায়াতের পথও রুদ্ধ করেছে ওরা।”

1 মন্তব্যসমূহ

  1. Whereas a couple of 1xbet of} years ago stay tables have been found solely at chosen casinos, they will now be loved at tons of of different playing platforms on-line. Whether you're looking forVegas-style slots in Korea, or are excited about video poker andtai-sai , your on line casino ought to offer you the games you need. Other things price contemplating is the quality of the software itself. Seeing solely top-rated software providers and sport makers listed on a casino’s website certainly one of the|is amongst the|is probably considered one of the} first indicators telling you that you are on the right place.

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন