মাত্র এক সপ্তাহের মধ্যে দিল্লির এইমস-এ দুটি আত্মহত্যার ঘটনা ঘটলো। উভয় ক্ষেত্রেই হাসপাতালে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে ৫ টা নাগাদ এগারো তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অনুরাগ নামের এক জুনিয়র চিকিৎসক। জানা গিয়েছে, ওই জুনিয়র চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন। ওই চিকিৎসকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ ওই চিকিৎসকের সহকর্মী বন্ধুবান্ধব এবং হোস্টেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এছাড়াও আত্মীয় পরিজনদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ঠিক কি কারণে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন বা তার মানসিক অবসাদের কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও ওই যুবকের মোবাইল ও ল্যাপটপ পুলিশ খতিয়ে দেখছে। প্রসঙ্গত এই সপ্তাহের শুরুতেই এইমসের চিকিৎসাধীন এক কোভিড আক্রান্ত সাংবাদিক পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তারপর সপ্তাহ কাটতে না কাটতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এইমসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সোমবার আত্মহত্যা করেন ওই সাংবাদিক। তারপর চারদিনের মাথায় ফের আত্মহত্যার ঘটনা ঘটায় এইমসের ট্রমা কেয়ার সেন্টারের প্রধানকে বদল করা হয়েছে। অবশ্য এই দু’টি ঘটনায় কোনো যোগসূত্র আছে কি সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।