সারা বিশ্বে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ত্রাহি ত্রাহি রব , সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সর্বদাই মাক্স বিহীন দেখা গেছে। যদিও অন্যান্য রাষ্ট্রেপ্রধানদের মাক্স পড়তে দেখা গেলেও , এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট একটিবারও মাক্স পরা অবস্থায় কোন চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা দেননি। আর তাই সর্বপ্রথম যখন মার্কিন সীলমোহর পড়া মাক্স পড়ে ডোনাল্ড ট্রাম্প ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতাল পরিদর্শনে গেলেন, সকলেই অবাক। সাংবাদিকরা এই নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করবেন স্থির করেছিলেন ঠিকই, কিন্তু সকলকে পাশ কাটিয়ে চলে যান। অবশ্য পরে একটি বিবৃতিতে তিনি মাক্স পড়া সম্পর্কে কিছু বক্তব্য রাখেন এবং জানান তিনি কখনোই মাক্স পড়ার বিরোধী নন এবং উপযুক্ত স্থানে এটা ব্যবহার উপযোগী বলে জানান। ট্রাম্প বলেছেন, “আমি কোনওদিন মাস্কের বিরোধিতা করিনি। কিন্তু আমি বিশ্বাস করি এই মাস্ক পরারও সময় ও স্থান রয়েছে। যখন আপনি হাসপাতালে যাচ্ছেন, যেখানে অনেক সেনা আধিকারিকের সঙ্গে আপনি কথা বলবেন, অনেকে তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ, সেখানে মাস্ক পরে যাওয়া বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।”