এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশ পুলিশের খতম তালিকায় জুড়ল আরও কুখ্যাত দুষ্কৃতীর নাম
উত্তরপ্রদেশের অন্ধকার জগতকে খতম করতে বদ্ধপরিকর যোগীরাজ্যের পুলিশ। আবারও একবার সামনে এল উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টার তত্ত্ব। গত আট দিনে ছ’টি এনকাউন্টারে বিকাশ দুবের সঙ্গে তার কুখ্যাত গ্যাংয়ের অন্য মাথাদেরও প্রায় সবাইকেই খতম করেছে পুলিশ ও এসটিএফ। এরফলে বিকাশের কুখ্যাত গ্যাং প্রায় নিশ্চিহ্নই হয়েছে বলা চলে।
এবার একই দিনে আরও এক কুখ্যাত দুস্কৃতী গোরখপুরের পান্না যাদবকে খতম করল পুলিশ ও এসটিএফ। পান্না যাদবের উপর খুন, লুঠপাট, খুনের চেষ্টা, অপহরণসহ একাধিক অভিযোগ ছিল। তারও মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। অনেকদিন ধরেই পান্নার সন্ধানে ছিল যোগীরাজ্যের পুলিশ। কিন্তু বেশ কয়েকবার পুলিসের চোখে ধুলো দিয়ে পালায় সে।
জানা গিয়েছে, এদিন হরদি থানার গরকারা গ্রামে পান্না যাদবের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। কিন্তু গ্রামে ঢোকার আগেই পুলিসের উপর গুলি চালায় পান্না। পুলিশ ও এসটিএফ জওয়ানরা তাকে ঘিরে ধরে পাল্টা গুলি চালালে আহত হয় পান্না। গুরুতর আহত পান্নাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায় সে। গোরখপুর, মহারাজগঞ্জ, বরাবাঁকি সহ বিস্তৃত এলাকার ত্রাস ছিল এই কুখ্যাত দুষ্কৃতি পান্না যাদব।