ফের ৩৬৮৮ কোটির ব্যাংক জালিয়াতির শিকার পিএনবি।

এ যেন যত কেলেঙ্কারি পিএনবিতেই। আবার কেলেঙ্কারির কালিতে ঢাকল পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম। এই নিয়ে গত তিন বছরে চতুর্থ বার কেলেঙ্কারির ঘটনা সামনে এল পিএনবিতে।
জানা গিয়েছে, দেউলিয়া হতে বসা দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড বা ডিএইচএফএল-কে ৩,৬৮৮.৫৮ কোটি টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক। গত বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংকে পিএনবি’র তরফে জানানো হয়েছে, ডিএইচএফএল-এর একটি নন-পারফর্মিং অ্যাকাউন্টের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি লার্জ কর্পোরেট শাখায়। উল্লেখ্য, নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি দেওয়ান হাউজিং ফাইন্যান্সকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে।
২০১৮ সালে হিরে ব্যবসায়ী নীরব মোদীর ১১,৩০০ কোটি টাকার দুর্নীতির
ঘটনায় দেশজুড়ে হইহই পড়ে যায়। প্রসঙ্গত,
২০১৯-২০ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এই ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৩,৫০০ কোটি টাকা। আর নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ দাঁড়িয়েছে ১৪.২১ শতাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন