দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভবনা, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ার মধ্যেই আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির তীব্রতা বা স্থায়িত্ব খুব বেশি না হলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বর্ষণ হবে দক্ষিণবঙ্গে। আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও বেশির ভাগ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে কলকাতা, হাওড়া হুগলি-সহ অন্যান্য জেলাতেও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। শনিবারের তুলনায় রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একই পরিস্থিতি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গেও।শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.৬ মিলিমিটার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন