নাগাল্যান্ডে কুকুরের মাংস কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার।

ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড সরকার। করোনা সংক্রমণ রুখতে কুকুরের মাংস কেনা বেচা বন্ধ করে দেওয়া হয়েছে পূর্বের এই রাজ্যটিতে। করোনা সংক্রমণ ঠেকাতে কুকুরের মাংস কেনাবেচায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল নাগাল্যান্ড সরকার। শুক্রবার নাগাল্যান্ডের মন্ত্রিসভার বৈঠকে এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাল্যান্ডের পরিষদীয় মন্ত্রী নেইবা ক্রনু সংবাদমাধ্যমে বলেছেন, কুকুরের বাণিজ্যিক আমদানি এবং কাঁচা ও রান্না করা কুকুরের মাংস বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোভিড সংক্রমণ প্রতিরোধেই নাগাল্যান্ড সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্বের এই রাজ্যের পরিষদীয় মন্ত্রী। ১৯৬০ সালের পশু হত্যা প্রতিরোধ আইন প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু কুকুর নয়। বাণিজ্যিক কারণে শুয়োর আমদানিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যান্ড সরকার। তাদের তরফে বলা হয়েছে, সোয়াইন ফ্লু যে ভাবে ছড়াচ্ছে, সে কারণেই এই পদক্ষেপ করেছে সরকার। নাগাল্যান্ডের মুখ্যসচিব টুইট করে লিখেছেন, “রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কাঁচা এবং রান্না করা কুকুরের মাংস বিক্রি রাজ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন