লাদাখ-গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর থেকেই চিনকে হাতে মারার আগেই ভাতে মারার রাস্তা নিয়েছে ভারত। তারই রেশ ধরে চিনা অ্যাপের পরে এবার কোপ পড়ল চিন থেকে আমদানি করা বিদ্যুৎ সরঞ্জামে। তবে এক্ষেত্রে জুড়ে দেওয়া হয়েছে চিন-বন্ধু পাকিস্তানকেও।
শুক্রবার কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ জানান, ‘‘চিন বা পাকিস্তান থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানি করতে হলে ভারতীয় কোম্পানিগুলিকে কেন্দ্রের অনুমতি নিতে হবে।’’
এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, চিনা বিদ্যুৎ সরঞ্জামে লুকনো ‘ট্রোজান হর্স’ ভারতে গ্রিড বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্র। তাই, এখন থেকে সরকার নির্ধারিত ল্যাবরেটরিতে চিনা বিদ্যুৎ সরঞ্জাম ও যন্ত্রাংশ পরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে।
এদিন কয়েকটি রাজ্যের বিদ্যুৎমন্ত্রীদের সঙ্গে টেলি-কনফারেন্সে আর কে সিংহ জানান, ২০১৮-’১৯ অর্থবর্ষে ভারত ৭১ হাজার কোটি টাকার বিদ্যুৎ সরঞ্জাম আমদানি করেছে। তার মধ্যে চিন থেকে এসেছে ২১ হাজার কোটি টাকার সামগ্রী। এই আমদানি নির্ভরতা থেকে সরে এসে স্বনির্ভর হওয়ার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী।