পুলিশি এনকাউন্টারে নিহত ডন বিকাশ দুবে।

পুলিশি এনকাউন্টারে নিহত মোস্টওয়ান্টেড ডন বিকাশ দুবে। উত্তরপ্রদেশ পুলিশ সুত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তবে তাতে আমল না-দিয়ে পুলিশকে লক্ষ করে গুলি চালায় সে। তখনই পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করার পর বিকাশকে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। শুক্রবার সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।কানপুর পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ‘গাড়িটা উলটে গিয়েছিল। অভিযুক্ত ও

পুলিশকর্মীরা আহত হন। তখন আহত এক পুলিশকর্মীর থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে বিকাশ। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে। বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু সে তাতে রাজি না-হয়ে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।’ সত্যিই কি বিকাশকে গ্রেপ্তার করা হল, নাকি পুলিশের হাতে আত্মসমর্পণ করল সে? প্রশ্নটা আরও বেশি উস্কে দিয়েছে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অমিতাভ ঠাকুরের টুইট। যিনি স্পষ্ট লিখেছেন, ‘আমরা বিকাশ দুবেকে গ্রেপ্তার করতে পারিনি, সে উজ্জয়িনীতে সারেন্ডার করেছে। এত বড় একটা ঘটনার পরও আমরা তাকে গ্রেপ্তার করতে পারিনি।’ বৃহস্পতিবার সকালের এই টুইটই তুলে দিচ্ছে প্রশ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন