চিনা অ্যাপ টিকটকের নির্দেশিকা ভাঙ্গা হয়েছে, এই অভিযোগে প্রায় পাঁচ কোটি ভিডিও ডিলিট করে দিল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এর মধ্যে এক-তৃতীয়াংশ ভিডিও ভারতীয় ব্যবহারকারীদের। বৃহস্পতিবার টিকটক অ্যাপের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের শেষদিক থেকে আপলোড করা ৪ কোটি ৯০ লক্ষের বেশি ভিডিও ডিলিট করা হয়েছে। টিকটক অ্যাপের নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগে ভিডিওগুলি ডিলিট করা হয়। এই ভিডিওগুলিতে ‘হিংসার ছবি, ‘বিদ্বেষমূলক বার্তা’ ও ‘নগ্নতা’-র মতো বিষয়গুলি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ডিলিট হওয়া ভিডিওগুলির মধ্যে তিনভাগের একভাগ
#SushantInOurHeartsForever#dilbechara#shootingfloor#offscreendance#withdadima💔💞 pic.twitter.com/MRDvD4v8ka
— aamarsakal.com (@aamarsakal) June 27, 2020
ভারতীয় ব্যবহারকারীদের। এর পরেই রয়েছে, আমেরিকা ও পাকিস্তান। প্রসঙ্গত, ২৯ জুন টিকটক- সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এরফলে সমস্যায় পড়েছেন টিকটকের কয়েক হাজার কর্মী। যদিও ভারতীয় টিকটক প্রধান সিইও কেভিন মায়ের কর্মীদের আশ্বস্ত করে বলেছেন , কারোরই চাকরি যাবে না। এবিষয়ে টিকটক কর্তৃপক্ষ কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এবিষয়ে কেন্দ্র আর কোনওমতেই অবস্থান বদল করবেন না।