লকডাউনে কেরলে ৬৬ টিনএজার আত্মঘাতী, অনুসন্ধানে কমিটি।

গত ২৫ শে মে থেকে সারা দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউন এরমধ্যে কেরলে অনূর্ধ্ব ১৮ বছরের ৬৬ জন নাবালক নাবালিকা আত্মঘাতী হয়েছে। যা যথেষ্ট উদ্বেগের বিষয়। এজন্য কেরল সরকার বিশেষ তদন্ত কমিটি গঠন করলো। এই কমিটির শীর্ষস্থানে রয়েছেন, বরিষ্ঠ আইপিএস অফিসার আর শ্রীলেখা। মনে করা হচ্ছে, স্কুলগুলি বন্ধ থাকার কারণে ঘরে বসে থেকে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ছাড়াও নানারকম সমস্যা বাড়ছে। পাশাপাশি ডিপ্রেশনের শিকার হয়েছেন পড়ুয়ারা।

এজন্য কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বিশেষ কমিটির সিদ্ধান্তের রিপোর্টের ভিত্তিতেই আগামী রূপরেখা ঠিক করবে। প্রয়োজনে কেরল সরকার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। এজন্য সব রকম দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই পড়ুয়াদের একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। সেখানে থেকেই তথ্য অনুসন্ধান চলছে। উল্লেখ, কেরালায় বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত ৬,৫৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড ৩৩৯টি পজিটিভ রোগী ধরা পড়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন