বছর দশেকের ছোট্ট বালিকার রহস্য-মৃত্যু নিউ আলিপুরের অভিজাত পরিবারে। বাড়ির বাথরুমের মেঝেতে পড়ে দেহ। চোখে-মুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরে সে নাকি ভূতের ভয় পাচ্ছিল। তবে রহস্য দানা বেধেছে অন্য জায়গায়। প্রথমত, আজকের সময়ে দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে শুধুমাত্র ভূতের ভয়ে মারা গিয়েছে, এমন কথা কতটা বিশ্বাসযোগ্য। এছাড়াও, ময়নাতদন্তে ওই শিশুর গলায় মিলেছে আঙুলের ছাপ। কিন্তু সেখানেও রহস্য। চিকিত্সকদের বক্তব্য, কাউকে মারার জন্য গলা টেপা হলে আঙুলের ছাপের গভীরতা যতটা হওয়া উচিত, এক্ষেত্রে তা নেই। অত্যন্ত হালকাভাবে রয়েছে দাগ।
এদিকে পরিবারের দাবি, কিছুদিন ধরে ভূতের আতঙ্ক দানা বেঁধেছিল শিশুটির মধ্যে। ঘুমিয়ে থাকার সময় ছাড়াও, জেগে থাকলেও কখনওকখনও সে ভয় পেত। একা বাথরুমে যেতে ভয় পেত। রহস্যজনকভাবে সেই বাথরুমেই তার দেহ মেলে।
আপাতত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউ আলিপুর থানায়। ওই শিশুটির বাড়িতে আসা এক যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌন নিগ্রহের কোনও ঘটনা রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে তাও।