এবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০১৭ সালের পর দ্বিতীয় বার এই আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ভার্চুয়াল এই সভায় বক্তৃতার আমন্ত্রণের চিঠি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীও এই বক্তৃতায় অংশ নিতে আগ্রহী বলে জানা গিয়েছে।
#coronavirus#containmentzones#lockdown#north24pargana#detailsabout#zones😷🔐 pic.twitter.com/YqEznDFTNW
— aamarsakal.com (@aamarsakal) July 9, 2020
প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিবেট সোসাইটি এই অক্সফোর্ড ইউনিয়ন। এই সোসাইটি প্রায় ২০০ বছরের বেশি পুরনো। এই সভায় বক্তব্য রেখেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রোগান ও রিচার্ড নিক্সন, তিব্বতি ধর্মগুরু দলাই লামা, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, মাদার টেরিজার মতো ব্যক্তিত্বরা।
প্রসঙ্গত, ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও সম্মানিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।