এবার চিনের বিরুদ্ধে প্লেগের ছড়িয়ে দেওয়ার অভিযোগের আঙুল তুলল রাশিয়া।

বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। এবার চিনের বিরুদ্ধে প্লেগের ছড়িয়ে দেওয়ার অভিযোগের আঙুল তুলল রাশিয়া। মঙ্গোলিয়ার যে এলাকাগুলিতে প্লেগের আতঙ্ক ছড়িয়েছে তার সীমান্ত লাগোয়া রাশিয়ার কয়েকটি পাহাড়ি এলাকাতেও বিউবনিক প্লেগের মতো সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি।রাশিয়ার ফেডারেশন রসপোট্রবনেডজ়র জানিয়েছে, পূর্ব সাইবেরিয়ার বুরিশিয়া এলাকায় প্লেগের মতো সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইঁদুর, রডেন্ট জাতীয় প্রাণীদের অ্যান্টিজেন টেস্টিং করা হচ্ছে।স্বাস্থ্য দফতরের তরফে জানা হয়েছে মঙ্গোলিয়ার যে এলাকা দুই ভাইয়ের শরীরে বিউবনিক প্লেগের মতো সংক্রমণ দেখা দিয়েছিল ওই এলাকার সীমান্ত

লাগোয়া টুভা ও আল্টাই রাশিয়ার দুই পাহাড়ি অঞ্চল। এখানকার বাসিন্দাদের খাদ্যাভ্যাসেও মঙ্গোলিয়ার ছোঁয়া রয়েছে। সীমান্ত পেরিয়ে যাতায়াতও চলে। এর আগেও চিন থেকে বিউবনিক প্লেগের মতো সংক্রমণ এই দুই পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইঁদুর বা ওই জাতীয় ছোট প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছিল প্রশাসন। খোলা বাজারে ইঁদুর বা রডেন্ট জাতীয় প্রাণীর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞাও জারি হয়েছিল। রাশিয়ার ফেডারেশন জানিয়েছে, বুরিশিয়া, আল্টাই ও টুভাতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। আর কোনও এলাকায় সংক্রমণ ছড়িয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। চিনের সীমান্ত লাগোয়া রাশিয়ার এই অঞ্চলগুলিতে প্লেগের মতো সংক্রমণ হামেশাই দেখা দেয়। রাশিয়ার দাবি, চিন থেকে সীমান্ত পেরিয়ে বহু মানুষের যাতায়াতের কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন