৩৫০ কোটি টাকার জালিয়াতি করে দেশ ছেড়ে পালানোর অভিযোগ।

পঞ্জাব বাসমতী রাইস সংস্থার ডিরেক্টর মনজিৎ সিং মাখনির বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার জালিয়াতি করে দেশ ছেড়ে পালানোর অভিযোগ উঠল। কানাড়া ব্যাঙ্ক-সহ ৬টি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করে কানাডা পালিয়েছেন তিনি। সম্প্রতি কানাড়া ব্যাঙ্কের তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে সিবিআই। মামলা রুজু হয়েছে অমৃতসরের চাল সংস্থার ডিরেক্টর মনজিৎ সিং মাখনি, তাঁর ছেলে কুলবিন্দর সিং মাখনি, বৌমা জসমিত কৌর মাখনি-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট বলছে, ১৭৫ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক থেকে নিয়েছিলেন মনজিৎ। ৫৩ কোটি টাকা অন্ধ্র ব্যাঙ্ক থেকে, ৪৪ কোটি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইনডিয়া থেকে, ৪১ কোটি ইউকো ব্যাঙ্ক থেকে, ২৫ কোটি ওবিসি থেকে, ১৪ কোটি আইডিবিআই থেকে ঋণ নিয়েছিলেন মনজিৎ।গত

 

বছরের মার্চ মাসে কানাড়া ব্যাঙ্কের অন্তর্তদন্তে ধরা পড়ে এই বিপুল অঙ্কের কারচুপি। বিষয়টি প্রথম নজরে আসে, ২৯১ কোটি টাকা মূল্যের যে চাল ঋণের বিনিময়ে বন্ধক রেখেছিলেন মনজিৎ, তা সরিয়ে নেওয়া হলে। মনজিৎ দাবি করেন ওই চাল তিনি বিক্রি করেছেন, কিন্তু তার বিনিময়ে কোনও কাগজ তিনি জমা দেননি ব্যাঙ্কে। সিবিআই জানিয়েছে, “সর্বত্র খোঁজ করা হয়েছে অভিযুক্ত ব্যবসায়ীর। অনেক আগেই, ২০১৮ সালে তিনি কানাডা চলে গেছেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন