কানপুরে ডেপুটি সুপার-সহ ৮ জন পুলিশকর্মীকে গুলি করে হত্যা।

উত্তরপ্রদেশে দুষ্কৃতি হামলায় ডেপুটি পুলিশ সুপার সহ ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তোলপাড় রাজ্য। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে শিবরাজপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিকাশ দুবে নামে এক কুখ্যাত দুষ্কৃতি শিবরাজপুরে গা ঢাকা দিয়েছে, গোপন সুত্রে এই খবর পেয়ে ওই জায়গায় হানা দেন ডেপুটি পুলিশ সুপার সহ পুলিশ কর্মীরা। আচমকা একটি বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই মৃত্যু হয় আট জন পুলিশকর্মীর। আরও

 

চার জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিকাশ ও তার দলবলকে ধরতে রীতিমতো মরিয়া পুলিশ। ঘটনার পরেই উত্তরপ্রদেশের সমস্ত সীমা সিল করে দেওয়া হয়েছে৷ দুষ্কৃতী যাতে কোনও ভাবেই বেরিয়ে পালাতে না পারে, তা নিশ্চিত করেছে পুলিশ। গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে ৷ খোঁজ চলছে বিকাশের গ্রামের বাড়িতে।বেনজির এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডে রীতিমতো স্তম্ভিত উত্তরপ্রদেশের প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, এনকাউন্টারে পুলিশকর্মীরা শহিদ হয়েছেন, কড়া পদক্ষেপ করা হবে৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন