ভারতে মোট চিনা বিনিয়োগ রয়েছে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার৷

বর্তমানে ভারতে মোট চিনা বিনিয়োগ রয়েছে ২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার৷ ভারতের একাধিক স্টার্টআপ-এর সঙ্গে চিনা সংস্থার গাঁটছড়া রয়েছে৷ কিন্তু দেশজুড়ে চিন-বিরোধী হাওয়ায় ভারতীয় সংস্থাগুলিও চিনা সংস্থার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু

করছে৷ ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম-এর সঙ্গে চিনা সংস্থা আলিবাবার চুক্তি রয়েছে৷

 

পেটিএম-এর মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনস-এ ৪০ শতাংশ শেয়ার রয়েছে আলিবাবার হাতে৷ তারাও ধীরে ধীরে সম্পর্ককে শিথিল করার প্রক্রিয়া শুরু করছে বলে খবর৷ পেটিএম -এর কর্ণধার বিজয় শেখর শর্মার কেন্দ্রের সিদ্ধান্তের প্রশংসা করে ট্যুইটারে লিখেছেন, ‘জাতীয় স্বার্থে এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ৷ সেরা ভারতীয় উদ্যোগপতিদের এটাই সবচেয়ে ভালো সময়৷ ভারতীয়রা মিলে ভারতীয়দের জন্য কিছু তৈরি করার৷’ যদিও আগে ট্যুইটারে আলিবাবা কর্ণধার জ্যাক মা-র সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন বিজয়৷ মঙ্গলবার চিন জানায়, চিনা অ্যাপ নিষিদ্ধ করার ভারতের এই পদক্ষেপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আইন ভঙ্গ করছে৷ স্বচ্ছ ও খোলামেলা বাণিজ্য পরিবেশ তৈরি করতে দিল্লির কাছে আর্জি জানিয়েছে বেজিং৷ চিনা ইলেক্ট্রনিক্স সংস্থা শাওমি ভারতের সবচেয়ে বড় স্মার্টফোন বিক্রেতা৷ তারা ব্যবসা বাঁচাতে কয়েকদিন ধরেই স্থানীয় ই-কমার্স অ্যাপগুলিতে ‘মেড ইন ইন্ডিয়া’ ক্যাম্পেন চালাচ্ছে৷

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন