মারাঠা প্রদেশের সবথেকে বড় উৎসব লালবাগছা রাজা’র গণেশ উৎসব। করোনা মহামারীর কারণে এই উৎসব এবছর বাতিল করা হয়েছে। বুধবারই অনুষ্ঠান বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ দিন ধরে জমকালো গণেশ উৎসব হয় এই পুজোয়। ৮৪ বছরের উৎসবের ইতিহাসে এই প্রথম বন্ধ থাকল লালবাগছা রাজা অর্থাৎ লালবাগের
🤫🤫 LAC पर हिंदुस्तानी फ़ौज को देख चीनी गाड़ियों में मची अफ़रातफ़री… तुरंत लिया U-Turn 😂 https://t.co/Sq7JKdLvbm
— Rubika Liyaquat (@RubikaLiyaquat) July 2, 2020
রাজার পুজো। পুজোর পরিবর্তে রক্তদান শিবির এবং প্লাজমা থেরাপি ক্যাম্পের ব্যবস্থা হয়েছে লালবাগে। আয়োজকরা জানিয়েছেন, এ বছরের পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে একাধিক উৎসব বাতিল হয়েছে করোনার কারণে। গোটা দেশের মধ্যে এই রাজ্যটিই সবচেয়ে বেশি সংক্রামিত। এই অবস্থায় সহযোগিতার জন্য সমস্ত উৎসব কমিটিগুলিকে দিন কয়েক আগেই অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।