বিহারে ফের বজ্রপাতে মৃত ১৯।

আবার বিহারে প্রকৃতির রোষের বলি হলেন ১৯ জন। অল্প কয়েকদিন আগেই উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন ১১৬ জন।সেই রেশ মেলানোর আগেই বিহারে আজ আবার বজ্রপাতে প্রাণ হারালেন ১৯ জন। এঁদের মধ্যে পাটনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। পুর্ব চম্পারণে ৪ জনের, সমস্টীপুরে ৩ জনের ও শিবহরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও কাটিহারে ৩ জন ও মাধেপুরায় এক জনের মৃত্যুর খবর মিলেছে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনায় সতর্কতা জারি করেছিল বিহার। ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছিল গোটা রাজ্য। তখন শুধুমাত্র গোপালগঞ্জেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। মোট মৃত্যু ৯৬ ছাড়িয়েছিল। সেইসময় প্রবল ঝড়বৃষ্টির ফলে প্রাণহানির খবরে দু:খ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ কুমার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন