চাকরি যাবে না, ভারতীয় কর্মীদের আশ্বাস টিকটক এর।

সোমবারই টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে ভারতে। ফলেচিন্তায় আছেন এই সব সংস্থার কর্মীরা। বিশেষ করে ভারতে টিকটকের কর্মীরা। তবে তাঁদের কারও চাকরি যাবে না। ভারতে ওই অ্যপা নিষিদ্ধ হলেও কর্মী ছাটাই করবে না টিকটক। মঙ্গলবারই এমন আশ্বাস দিয়েছেন টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী। আর বুধবার এই পরিস্থিতি কর্মীদের মনোবল বাড়াতে নিজের বক্তব্য জানাবেন টিকটকের সিইও কেভিন মায়ের। সংবাদমাধ্যম ‘বিজনেস টুডে’ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধী কর্মীদের সঙ্গে কথা বলে ছাঁটাই না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।


আতঙ্কে থাকা কর্মীদের তিনি বলেছেন, এই অ্যাপ সম্পর্কে ভারত সরকারের কী কী উদ্বেগ রয়েছে, তা জানতে কোম্পানি যোগাযোগ রাখছে। ভারত সরকারের উদ্বেগ দূর করার চেষ্টাও করা হবে বলে তিনি কর্মীদের জানিয়েছেন। উল্লেখ্য, টিকটক এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছে, যে কোনও রকম ব্যাখ্যা দিতে তারা তৈরি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতেও তারা রাজি। তবে কবে এমন বৈঠক হতে পারে সে সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন