বর্ষা তার ইনিংস পুরো দমে চালু খেলছে। এবার বঙ্গে তার সঙ্গে যোগ হল একটি ঘূর্ণাবর্ত। এই দুই দোসরের দৌলতে আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। এমনই মত আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।
জানা গিয়েছে বর্তমানে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশার দক্ষিণ উপকূলভাগে রয়েছে ঘূর্ণাবর্তটি। তার দাপটেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি। সেই নিম্নচাপের চৌহদ্দির মধ্যে পড়ছে বাংলাও। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের শক্তিও যোগ হয়ে স্বাভাবিকভাবেই রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষণের তীব্রতা বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া বৃষ্টির পরিমাণ বাড়বে ওড়িশার উপকূলেও।
#kashmiranantanag#sahidshyamalkumardey#remembering#sacrificeforcoutrymother#offeringrespect#ministersubhenduadhikary🙏🇨🇮🌱🇨🇮❤🇨🇮🌾 pic.twitter.com/YX2rxAJqg3
— aamarsakal.com (@aamarsakal) July 5, 2020
ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের আগামী ৪৮ ঘণ্টা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও, আর্দ্রতাজনিচ অস্বস্তি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকায় বর্ষণেরও পূর্বাভাস রয়েছে।