পুরকর আদায়ে ওয়েভার স্কিমের প্রস্তাব কলকাতা পুরসভার।

করোনাকালে লকডাউনের কবলে বন্ধ লেনদেন। আর্থিক সংকটে নাভিশ্বাস ওঠার দশা হয়েছে কলকাতা পুরসভার। এমনকি কর্মীদের মাইনে দিতে আর্থিক অনুদানের জন্য হাত পাততেও হয়েছে রাজ্য সরকারের কাছে। এরকম পরিস্থিতিতে কোষাগারের হাল ফেরাতে বকেয়া পুরকর আদায়ে ওয়েভার স্কিমের আনার জন্য চিন্তা-ভাবনা শুরু করল কলকাতা পুরসভা। সম্পত্তি করের সুদ-জরিমানার চাপ থেকে করদাতাদের মুক্তি দিতে নয়া ওয়েভার স্কিম চালু করার ব্যাপারে শনিবার পুরভবনে প্রশাসকমণ্ডলীর বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটিতে রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই সরকারিভাবে এই স্কিমের ব্যাপারে ঘোষণা করা হবে বলে পুরসভা সূত্রের খবর।

এই স্কিমে স্থির হয়েছে গত আর্থিক বছর অর্থাৎ ২০২০-এর ৩১ মার্চ পর্যন্ত যাঁদের ন’মাসের সম্পত্তি কর বাকি রয়েছে, তাঁরা একসঙ্গে কর জমা দিতে চাইলে বিশেষ বাড়তি ছাড় পাবেন। ছ’মাসের কর জমা দেওয়ার ক্ষেত্রে সুদ এবং জরিমানার অঙ্কের উপর ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। আবার, শেষ তিন মাসের বকেয়া কর একলপ্তে মেটালে জরিমানার উপর ৯৯ শতাংশ এবং সুদের উপর ৬০ শতাংশ ছাড় মিলবে। পুর-প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘ওয়েভার স্কিমে এই বিশেষ ছাড়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হচ্ছে। অর্থ দপ্তর অনুমতি দিলেই এটা চালু হবে।’ বর্তমানে প্রায় ২৫০০ কোটি টাকা পুরকর বকেয়া রয়েছে।
প্রসঙ্গত, মার্চের শেষ থেকে লকডাউনের জেরে সবধরনের রাজস্ব আদায় বন্ধ ছিল। পরে অনলাইন ব্যবস্থা ও শহরের বিভিন্ন প্রান্তে ২০টি কাউন্টার খোলা হলেও কর সংগ্রহের পরিমাণ খুবই কম ছিল। ওয়েভার স্কিম চালু হলে অনেকেই ছাড়ের সুবিধা নিয়ে বকেয়া মেটাতে আগ্রহী হবেন বলে পুরকর্তাদের আশা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন