চিনা বাহিনীর বিরুদ্ধে এবার ঝাঁপিয়ে পড়ল প্রকৃতিও। শুধু ভারতীয় সেনাই নয়, এখন প্রকৃতির রুদ্র রোষেরও বিরুদ্ধেও যুঝতে হচ্ছে চিনা সেনাকে। গালওয়ান উপত্যকায় ঘাঁটি গেঁড়ে থাকা চিনা সেনাদের এখন প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে গালওয়ান নদী।
জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে অঞ্চলে ভারত ও চিনা সেনার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখান থেকে ৫ কিলোমিটার দূরে ক্যাম্প করেছিল চিনা সেনা। সংবাদমাধ্যমের খবর, হঠাৎ করে গালওয়ান নদী ফুঁসে ওঠায় চিনা সেনাদের সেই তাঁবু এখন জলের তোড়ে ভেসে যাচ্ছে। ফলে ক্রমশই দূরে সরে যেতে বাধ্য হচ্ছে চিনার।
#lockdown#ministerswapandebnath#cleaningwater#purbashthali1no.Badsahbil🌱 pic.twitter.com/jOjp7xyo2k
— aamarsakal.com (@aamarsakal) July 5, 2020
প্রসঙ্গত, গালওয়ান নদীর উত্পত্তি স্থল আকসাই চিনে তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় বরফ গলছে। আর সেই অতিরিক্ত বরফগলা জলে ভয়ঙ্কর রূপ নিয়েছে গালওয়ান। একটি সেনা সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কিছু উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে গালওয়ানের জলে ভেসে গিয়েছে চিনা সেনার তাঁবু।