গালওয়ান উপত্যকায় হত চিনা সেনাদের দেহ পুরিয়ে দেয়া হয়েছিল।

দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে প্রকাশ, গালওয়ানে ভারত-চীন সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। ঐদিন মোট ৪৫ জন চিনা সেনা এই সংঘর্ষে মারা যান। কিন্তু চিনা সেনাদের পরিবারকে মৃতদেহ দেওয়া হয়নি অত্যন্ত গোপনে ওই সেনাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয় বলে সুত্রের খবর। মার্কিন গোয়েন্দাদের খবর, মৃত চিনা সৈনিকদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। চিনের অসামরিক কাজকর্ম সম্পর্কিত মন্ত্রক থেকে মৃত সৈনিকদের পরিবারকে বলা হয়েছিল, মৃতদেহের প্রথামাফিক শেষকৃত্য হবে না। মৃতদেহগুলি পুড়িয়ে ফেলা হবে। সেখানে মৃতদের পরিবারের কেউ উপস্থিত থাকতে পারবেন না। এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাদের পরিবার ক্ষোভ প্রকাশ করলেও, তাদের জোর করে মুখ বন্ধ রাখা হয় বলে ওই সুত্রে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, গালওয়ান উপত্যকা নয়, বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকে অন্তত দু’কিলোমিটার পিছনে সরেছে লাল ফৌজ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন