নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি রামকে নিয়ে অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেন, অযোধ্যা নাকি ভারতে অবস্থিত নয় এবং রামচন্দ্র নাকি নেপালি ছিলেন। এই মন্তব্য করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হয়ে গিয়েছে। এমনকি নিজের দলের কাছে সমালোচিত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সোমবার ভানু জয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বলেন, “ভারত যে রামের জন্মভূমি হিসেবে অযোধ্যাকে উল্লেখ করা হয়, সেই তথ্য সঠিক নয়। নেপালের বীরগঞ্জে থোরিতে আসল অযোধ্যা অবস্থিত। ভারত একটি অন্য জায়গাকে অযোধ্যা বলে উল্লেখ করে।” পাশাপাশি বলেন, “নেপালেই অবস্থিত বাল্মীকি আশ্রম আর নেপালেরই রিদি-তে দশরথ পুত্রসন্তান লাভের জন্য যজ্ঞ করেছিলেন। তাই দশরথের ছেলে রাম ভারতীয় ছিলেন না।” অবশ্য এ নিয়ে ব্যাপক ট্রোলের ও সমালোচনার শিকার হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কিন্তু তিনি এবিষয়ে নিজের অবস্থানে কঠোর রয়েছেন।