কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিয়েতে সোনা পাচারে অভিযুক্ত আমলার ‘জাল ছবি’, দাবি শাসক দলের।কেরালার সোনা পাচারের মূল অভিযুক্ত আমলা স্বপ্না সুরেশ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তা নিয়ে চাপানোতর চলছেই। কেননা শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ছবিটিতে স্বপ্না সুরেশ ও মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন মেয়ে বিনা এবং জামাই রিয়াজ উপস্থিতি রয়েছে সেই ছবিটি আসলে জাল দাবি করা হয়েছে, ওই ছবিটি আসলে স্বপ্না নয়। একটি ছবি প্রকাশ করে সিপিএমের পক্ষ থেকে বলা হয়েছে স্বপ্নার জায়াগায় ওই একই শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন কেরলের শিল্পমন্ত্রীর স্ত্রী। এ নিয়ে এক কংগ্রেস ও যুব কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেরল সিপিএম। ছবি জাল করার অভিযোগে কংগ্রেসের দুই নেতাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। অন্যদিকে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার করার পর সোনা পাচার কাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত আমলা স্বপ্না ও সন্দীপ নাইয়ারকে আদালতে তুলেছিল এনআইএ। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ১৪ দিনের হেফাজতের আবেদন করলেও বিচারক আট দিনের হেফাজত দিয়েছেন। আগামী ২১ তারিখ ফের তাঁদের আদালতে তোলা হবে।