ভারতে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল।

আগামী দিনে ভারতে ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে গুগল সংস্থা। ভারতের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতেই এই সিদ্ধান্ত নিয়েছে গুগল। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর করা একটি টুইটে এবিষয়ে প্রথমে আভাস মিলেছিল। এরপর সুন্দর পিচাইয়ের দেওয়া একটি বিবৃতি থেকে এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে। এদিন সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠকে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এদিন ট্যুইটে জানিয়েছেন, ‘ গুগল ভারতে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প নিয়েছে। এছাড়াও ডেটা নিরাপত্তা ও সাইবার সেফটি বিষয়ে আলোচনা হয়েছে’। সুন্দর পিচাই এবিষয়ে বলেন, ‘ভারতের ডিজিটাল অর্থনীতির দ্রুত অগ্রগতি সুনিশ্চিত করতে আমরা আগামীদিনে ১ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। সূচনা করা হয়েছে গুগল পর ইন্ডিয়া ডিজিটালাইজেশন ফান্ড-এর। এই প্রকল্পের অন্তর্গত আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ভারতে ৭৫ হাজার কোটি টাকার আসপাশে বিনিয়োগ করব’। উল্লেখ্য, গুগোল লক্ষ্য নিয়েছে ভারতের স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং ব্যবসার সঙ্গে যাতে সহজেই ডিজিটালাইজেশনে সুনিশ্চিত করা যায়। এছাড়াও গুগলের ভারতীয় ভাষা যেমন বাংলা হিন্দি গুজরাটি তামিল তেলেগু তে তথ্য পেতে পারেন সে ব্যবস্থাও করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ গুগল-এর এই যুগান্তকারি পদক্ষেপকে অভিবাদন জানিয়েছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন