চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করতে চলেছে টিকটক !

গালওয়ান উপত্যকায় চিনা সৈন্যের ভারতীয় সৈন্যের ওপর অতর্কিত আক্রমণের প্রতিবাদে কেন্দ্রীয় সরকার ২৯ জুন ভারতে ব্যান করা দেয় টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ। এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের ডিজিটাল আর্থিক পরিকাঠামো। সেই ক্ষতিপূরণ রুখতে ভারতের আজিম সঙ্গে এসম্পর্ক আলোচনা চালাতে রাজি হয় টিকটক কর্তৃপক্ষ। প্রয়োজনে তাদের ডিজিটাল প্লাটফর্মে পরিবর্তন করতেও দু’বার ভাববে না বলে জানায় টিকটক। কেননা এখন সারা বিশ্বে অন্যতম শর্ট ভিডিয়ো মেকিং অ্যাপ টিকটক। ভারতে এই অ্যাপকে ব্যান করায়, তাদের যে বিরাট পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। পাশাপাশি আমেরিকাও টিকটক ব্যান করে দিয়েছে। এই মুহূর্তে বিটিডান্স তাদের অ্যাপ টিকটক-কে ভারতে কামব্যাক করানোর জন্য পুনরায় ঢেলে সাজাতে চলেছে অ্যাপটি। কর্পোরেট পুনর্গঠনের লক্ষ্য তো রয়েইছে। সঙ্গে শোনা যাচ্ছে, চিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করতে চলেছে টিকটক। আর এই তত্যে আশার আলো দেখছেন ভারতের টিকটক কর্মীরা। প্রসঙ্গত, ভারতে টিকটকের প্রচুর ফলোয়ার রয়েছে। চিনের পরে ভারতই দ্বিতীয় টিকটকের ফলোয়ার হিসাবে। যদি পুনরায় ভারতে টিকটক চালু হয় সেই আশায় রয়েছেন ফলোয়াররা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন