ভারতে রাতে আকাশে অথিতির আগমন ঘটেছে। একটু খোলসা করে বললে, রাতের আকাশে দেখা যাবে এক ধূমকেতুকে। যে বেশকিছুদিন থাকবে আমাদের রাতের আকাশে। ১৪ জুলাই থেকে টানা ২০ দিন সন্ধ্যার আকাশে দেখা যাবে দুই লেজবিশিষ্ট অতি উজ্জ্বল এই ধূমকেতুকে। সূর্য ডুবলেই উত্তর-আকাশে ঝুপ করে উদয় হবে নিওয়াইস। ঝলমলে লেজ বিশিষ্ট এই ধূমকেতুকে দেখা যাবে খালি চোখেই। একথা জানিয়েছেন, ওড়িশার ভুবণেশ্বর তারামণ্ডলের ডেপুটির ডিরেক্টর পাথানি সামন্ত। তিনি জানান, ভারতের আকাশজুড়ে জুলাই থেকে অগস্ট অবধি জ্বলজ্বল করবে এই ধূমকেতু। তার দুই লেজ ভাসিয়ে গোটা উত্তর গোলার্ধ দাপিয়ে বেড়াবে। আগামী ২২-২৩ জুলাই পৃথিবীর মাথার উপর দিয়ে ভেসে যাবে। তখন সে থাকবে পৃথিবীর আরও কাছাকাছি। মাত্র ১০ কোটি কিলোমিটার দূরে। আরও বেশি উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাবে তার রূপ। রাতের আকাশে আলোর মায়া ছড়িয়ে দিয়ে যাবে নিওওয়াইস। ৩০ জুলাই থেকে তাকে দেখা যাবে সপ্তর্ষি মণ্ডলের কাছে। ৪০ ডিগ্রি অক্ষাংশে। প্রায় এক ঘণ্টা ধরে। জুলাইয়ের শেষ থেকে ধীরে ধীরে তার আগুনে রূপ বর্ণহীন হতে থাকে। ভারতের আকাশ থেকে একটু একটু করে দূরে সরে যাবে এই লকডাউনের অতিথি। খালি চোখে তখন আর নিওওয়াইসকে দেখা যাবে না। অগস্টের পরে আবার হয়ত সে ফিরে যাবে নিজের দেশে।